কেটে যাবে দুর্দিন রবে না আর হতাশা
সব বাঁধা ঘুচে যাবে দূর হবে দুরাশা।
নিরাশার শৃঙ্খল ভেঙ্গে হবে ছারখার
আসবে সুদিন আবার তুলে তার ঝংকার।
ঐ শোন বীণা বাজে প্রভাতের রাগিনী
দিগন্তে চেয়ে দেখ বাকি নাই যামিনী।
ভালবেসে হাত ধরো, জেগে ওঠো একসাথে
ভয় নাই ভয় কিসে আলোর এ ধরাতে?
বিপত্তি মুছে ফেলো ধুয়ে ফেলো গ্লানি
মানবের জয়গানে মেতে উঠুক ধরণী।
সূর্য স্নানে আজি হারা হবে অশনি
এই বাণী চিরন্তন প্রাণের সঞ্জীবনী।