মাথার ওপর সূর্য জ্বলে
সূর্য জ্বলে বুকের ভেতর
একটি দুটি নয় গো শুধু
সূর্য আছে অগণিত-
কোনোটা তার আলোক দানে
কোনোটা'বা পোড়ায় শুধু।
ছয় মাথার এক সূর্য আছে
জ্বলে - জ্বালায় দিনে রাতে;
সংযমী এক সূর্য আছে
এদের জ্বালা নাশতে পারে,
দিল দরিয়া আলোয় ভরে
সাথে কিছু দুঃখ আনে।
দুঃখগুলো নানান বরণ
ফলগুলো তার একই স্বাদের।