আজ সকালে হাঁটতে গিয়ে
মাঠের ধারে গাছের 'পরে
দেখতে পেলাম একটি পাখি
গান ধরেছে মধুর স্বরে।


সেই সে গানে এমন যাদু
আরো পাখি ছুটে এলো
ধরল যে সুর তারই সাথে
শুনে আমার প্রাণ জুড়ালো।


দেখতে পেলাম ফুলের 'পরে
প্রজাপতির দারুণ নাচন
ফুলের রঙে তাহার রঙে
কেমন শোভা যায় না বলন।


আরো আছে বলছি শোনো,
গাছের পাতা সবুজ বরণ
রোদের ছোঁয়ায় ঝিকমিকিয়ে
হাসছে, হাসে শিশু যেমন।


দেখতে পেলাম ঘাসের ডগায়
মুক্তোদানা রুপোর রঙ্গে
ছুটে গিয়ে ধরতে গেলাম
পানি হলো সঙ্গে সঙ্গে!


দেখে শুনে প্রাণটা আমার
কী আনন্দে উঠলো মেতে
দেখতে হলে তুমিও পারো
সকাল বেলা হাঁটতে যেতে।


১১/৩/২৪ ইং, মো.পুর, ঢাকা।