ওষ্ঠ ছুঁয়েছে কম্পমান অধর
ত্বক পেয়েছে রোমশ স্পর্শ।
জোছনা ছুঁয়েছে মাটি
বৃক্ষ পাতার ফাঁক গলে।
বাতায়নে পর্দা পেয়েছে বায়ুর পরশ।
ভাষা হারিয়েছে শব্দ
ভাসা মেঘ ফেলে গেছে বৃষ্টি
হারানো আর প্রাপ্তিতে -
রাত হারায় আলো ফোটে
শরীর ছুঁয়ে শরীর বাঁচে
প্রাণ পায় না প্রাণের নাগাল।