ওহে আলোর দিশারী,  ছড়াও আলো ভুবনে
শ্রেষ্ঠ যে উপহার দাও তাই জনে জনে-
তোমারে যে দিতে পারি এমন কী আছে মোর!
ভেবে ভেবে দিশেহারা কাটেনা মনের ঘোর।
অবশেষে খুঁজে পাই জ্ঞানেতে জ্ঞানীর ঠাঁই
আলোতে মিশিবে আলো, তোমারে দিলাম তাই।



১৭/১২/২৩ ইং, মোহাম্মদপুর, ঢাকা।