খালি কলসি বাজে বেশি ভরা কলসি বাজে না
সাঁঝের কাজ সকাল বেলা জেনো কভু সাজে না।
সন্ধ্যা বেলা যে ফুল ফোটে প্রভাতে তা ঝড়ে যায়
ভাঙা কলস মাটির হলে জলেতে তা ডুবে যায়।
ভোরের রবি কভু জেনো পশ্চিমেতে ওঠে না।
খালি কলসি বাজে বেশি ভরা কলসি বাজে না।।


বাদ্য-বাজনা হলে পরে খালি পাত্রের তুল্য নাই
ভরা পাত্র ঢ্যাপস্ ঢ্যাপস্ সুর-ছন্দে মিল নাই।
শরতে জেনো সাদা মেঘ, বোশেখে তা কালো হয়
আষাঢ়েতে গুড়ুম গুড়ুম শাওনে অধিক বৃষ্টি হয়।
জেনো, বহুরূপী যে জন হয় মানুষ তারে কয় না।
খালি কলসি বাজে বেশি ভরা কলসি বাজে না।।


সূর্যালোকে বনস্পতি বাড়ে চাঁদের আলোয় ঔষধি
ঝড় ওঠে যে বায়ুতে সে ফুলও ফোটায় নিরবধি।
ভালো-মন্দ গুণ আছে ভাই প্রকৃতির সভাতে
সৎ গুণে যে আলোকিত শেষ নাই তার মৃত্যুতে।
জেনো সে জন চিরঞ্জীবী মরন তাকে ছোঁবে না।
খালি কলসি বাজে বেশি ভরা কলসি বাজে না।।