দিগন্তের ঐ কুসুম আভার মতো
নরম আলোর পরশ লাগুক তব
হাজার পাখির কিচিরমিচির তানে
প্রভাত আসুক আনন্দে অভিনব।


গাছের পাতায় অরুণ প্রভার খেলা
চমক জাগায় যেমন প্রাণের 'পরে
তেমনি হাসির ঝিলিক ফুটুক তব
গোলাপ শোভার ওষ্ঠ-অধর জুড়ে।


শিশির বিন্দু যেমন কোমল ঘাসে
অরুণরাগে আহা ঝিকমিকিয়ে হাসে
তেমনি তোমার এ-কূল ও-কূল সখি
স্নিগ্ধ হাসির বাণে যেন আজ ভাসে।


দুঃখরা সব সুদূরে হারাক্ আজ
ফিরবার পথ হারিয়ে খুঁজুক তারা
হরষ জাগুক প্রাণের দু-কূল ভরে
চিরসাথী হয়ে বসত গড়বে যারা।