আজিকে কেন রে এত দুখ জাগে আঁখিপাতে আসে জল
কেন রে আজিকে থমকে থমকে হই আমি বিহ্বল
কেন রে আকাশ এত গম্ভীর হল প্রাতঃকালে আজ
কেন রে রবির কনক কিরণ পড়ালো না মোরে তাজ
মেঘে মেঘে কেন ঢাকে চারদিক আধারে ঘেরিল ধরা
কেন রে এমন বিষাদ বেদন প্রাণে দিয়ে যায় নাড়া
কেন রে আজিকে পবন পালালো নড়ে না গাছের পাতা
কেন রে এমন গুমোট বাঁধালো শ্বাস নিতে যাই কোথা
কেন এখনও ফুটিল না ফুল পাখি ডাকিল না শাখে
কেন রে এমন আধার ঘনালো আজি পৃথিবীর বুকে
কেন রে আজিকে ক্রন্দন ধ্বনি শ্রবণে শুনতে পাই
কেন হা-হুতাশ এ দীর্ঘশ্বাস তুলি বেদনার হাই
কার মনে এত নীলাভ বেদনা বসত তুলেছে গড়ে
সেই বেদনায় কাব্য পাতায় অশ্রু পড়ে যে ঝরে
কে যেন হারালো প্রিয় ধন তার প্রাণের বাঁধন ছিঁড়ে
তাইতো জগত তারি সাথে হায় গুমরে গুমরে মরে
তাইতো আজিকে নয়নের বারি বাঁধ মানে নাকো হায়
কেবলি ঝরিছে কপোল ভিজিয়ে গৃহ নির্জনতায়।