অতীত স্মৃতিতে যখন গেলুম হেরে
ঠিক তখনই তুমি ‘দিল’ নিয়ে এলে
সেই দিলেতে ‘অপরাধ’ করে
বন্দি হবো ‘প্রিয়ার জেলে’


সাজার কষ্টে ভরে যাবে
আমার প্রেমের খাতা
তোমার-আমার জেলস্মৃতিতে
লিখবো ‘রঙের কথা’


এই কথা জানবে আকাশ
জানবে ‘অতীত মেঘমালা’
সেই মেঘেতে বৃষ্টি হলে
কমবে অতীত জ্বালা


‘প্রাক্তন জ্বালা’ কমাতে যদি
বৃষ্টি হয় অধিক বেশি
অতীত মেঘ ঝরে পড়লে
‘প্রেমিক পুরুষ’ হবে খুশি



রাত ৮.৪২
২৮ নভেম্বর ২০২০
দৈনিক দখিনের মুখ