এ অমাবস্যা যদি কাটে,
তবে আসছে পূর্ণিমার রাতে নদীর প্লাবন হবো!
তোমার আঁচল ভিজিয়ে দিতে
একে একে ভাসিয়ে দেব নদীতীরবর্তী সকল নিম্নাঞ্চল।
এরপর, জীবনের অসংখ্য হাতছানি উপেক্ষা করে
ভিজিয়ে দেব তোমার শুকনো উঠোন,
প্লাবনে মিশে যেতে তুমি দৌঁড়ে আসবে,
আধো আলতা নুপুর পায়ে।
তোমার কাঁচা আলতা রঙে রঙিন হবে প্লাবনের জল।
বিরহ ভেঙে হৃদয় কথা বলে উঠবে, সহস্র বছর পর।
তুমি ভালোবেসে জলে ভিজিয়ে নেবে দেহ-মন।
আমি প্রেমানন্দে মিশে যাবো অসীম সমুদ্রে।
তোমার রঙে একে একে রঙিন হবে সাত সমুদ্র,
ভালোবাসার বন্যায় আমরা ভাসিয়ে দেব পুরো পৃথিবী।
কি প্লাবন হয়ে আসবো? বলো তো?
রাত ১.২৯
১৩ জুন ২০২৫
শুকতারা, বরিশাল।