আদ্যবর্ণে ‘ঙ’ দিয়ে হয় নাই কোন কথা
কবির প্রেমে, নারীর মনে, জন্মেনি কবিতা!

আমি সুকুমার রায় না, নই বাঙলাবিদ
তাই ভুলে ভরা মোর জীবনের গীত!

‘বাঙালী’র ভুলেই বাঙলা’র কপালে হাত
অনিচ্ছার ভুলে হচ্ছে, ভাষার বেহাত!

তাই দেশের শিক্ষিত আর অশিক্ষিতে
সত্যিই পাইনা কোন দৃশ্যতঃ তফাত!!!

রাত ১২.১০
২৩ অক্টোবর ২০২০
১১৮ সদর রোড, বরিশাল।