শীতআকাশে যখন, ‘প্রিয়ারূপে অর্ধচাঁদ’ প্রকাশিত হয়
প্রেমিকার সৌন্দর্যেরা, মোর কাছে একেবারে আধা হয়ে যায়!

নগরের এপুকুরে, প্রেয়সীর অর্ধ আলোক যখন ঝরে
দীঘির ঠাণ্ডাপানিও, কামনার উষ্ণতায় তৃষ্ণার্ত হয়ে পরে

কামনাদেবীর এত্তো উত্তাপেও শতভাগ পরিতৃপ্ত নই
তাই অমাবস্যায়ও প্রিয়ার পূর্ণচাঁদের প্রেমআলো লই!



রাত ১২.০৮
০৮ নভেম্বর ২০২০
১১৮ সদর রোড, বরিশাল।