যদি তোমায় ভেবে
কষ্টে থাকি
তবে বুঝবে
ভালো আছি...

যদি নেশাগ্রস্ত হই
মাদকের অর্থ জোগাতে
আজীবন দৈনতায় কাটে
তবুও মানবে আমিই ধনী!
ঠিক যেমনটা তুমি চেয়েছিলে!

যদি তোমায় ভেবে
আজীবন একাই থাকি!
বার্ধক্যের দাপটে
নর্দমায় পঁচে মরি
তবুও ভাববে
আমি সুখানুভূতিতেই মরেছি!
তোমায় ভালোবেসেই যে মরেছি...!!!

সন্ধ্যা ৭.৫৪
২৬ ডিসেম্বর ২০১৮
বরিশাল, বাংলাদেশ।