আজকে এই শহরে ঘুর্ণিঝড় ‘বুলবুল’ এসেছিল
সবকিছু লণ্ডভণ্ড করে চলেও গেছে।


যে শহর সহস্র মানুষের পদভারে ক্লান্ত থাকতো
সেই শহরে আজ মৃত্যুরূপ
বিদ্যুৎ, ইন্টারনেটসহ কোন আধুনিক অনুষঙ্গ নেই।


ফলে অন্যান্য দিনের মত ‘ভালথাকার অভিনয়’ করতে পারছি না ।
তাইতো তোমায় বড্ড মিস করছি!!!


আকাশ থেকে আজ ‘অদ্ভুত জোছনা’ ঝড়ছে,
কেন জানো?
তুমি আসবে বলে!


স্বল্প আলোয় তোমার ‘কামনার মুখচ্ছবি’ দেখবো বলে
দশ টাকার মোমবাতিটাও জ্বলবে সারারাত!


এত্তো সুন্দর পরিবেশেও কি মুখ ফিরিয়েই থাকবে?
নাকি আসবে ‘কামনার রানী’ হয়ে?


মন চাইলে লালরঙা ঠোটে চলে আসো
এই শরীরে তুলে দেও ‘কামনার ঝড়’!


সেই ঝড় লণ্ডভণ্ড করে দিক
আমাদের সকল মান-অভিমান।


রাত ২.৪৭
১০ নভেম্বর ২০১৯
শুকতারা, বরিশাল।