বসন্তের স্নিগ্ধ হাওয়ায়
তোমার গন্ধ পাই
কৃষ্ণচূড়ার স্পর্শ পেতে
পাখি হয়ে বেড়াই
প্রেমের এই মাসজুড়ে
ভালোবাসার উড়াউড়ি
হৃদয়ের খুব কাছে থেকেও
করছো মিষ্টি লুকোচুরি!
ফাগুনের প্রেম গন্ধে যখন
মাতাল হয়ে যাই
কামনার বেসামাল তরীতেও
রানীর দেখা পাই!
রাত ১০.৩৬
২৪ ফেব্রুয়ারী ২০২১
১১৮ সদর রোড, বরিশাল।