ক্ষুদ্র ক্ষুদ্র অনুভবেও যখন আমায় ভাবো
তখন মনে হয় আমি তোমার ‘প্রেমে অন্ধ’
এই ধরার সকল বিরহ-বেদনা মুছে
চোখের পলকে করেছো বিরহের দরজা বন্ধ


যখনই পড়েছি তোমার মায়াবী চোখের মায়ায়
তখন থেকেই ওই ‘অমূল্যরূপ’ দেখতে মন চায়
‘মনের নির্জন নৌকায়’ নয়নে নয়ন যখন রাখি
তখনই আমার সকল কষ্টের কিয়ামত হয়ে যায়


রচনাকাল: রাত ১.৫৩
১৯ ডিসেম্বর ২০২০
পিনিউজ২৪.কম, বরিশাল।