সন্ধ্যা রাতের পাহাড়ি চাঁদে
ঝিরি পথের শীতল স্রোতে
আর কুয়াশার কষ্টের জলে
হৃদয়ের 'বিরহ' কাঁদে


হাজার-কোটি সাদা পাথরে
জলের অবিরত ছোঁয়া যে লাগে
জল-পাথরের লাজুক প্রেমে
এমন তৃষ্ণা বাড়েনি তো আগে


'বিরহ' পাহাড়ের চূড়া ছুঁয়ে
জোছনার রঙে অনুরাগ ভুলে
ঝরণার সব কামনা বুকে লয়ে
'বিরহ' বইছে 'কুয়াশার পাল' তুলে


জোছনা ভেজা সুগন্ধী জলে
গোলাপ ভাসছে ভিজে শাড়ির ছলে
মেঘের নৌকায় ভেসে চলছে বিরহী
তোমার পাহাড়িয়া আঁচল ছুঁয়ে...


সন্ধ্যা ০৬.১৯ মিনিট
০১ সেপ্টেম্বর ২০২৩
সিলেট, বাংলাদেশ।