যৌবন তরঙ্গে উঠেছে ঢেউ
জেলেনী মেতেছে আদিম লীলায়।
ডুবুডুব ছোট্ট নৌকাখানি
তবুও রঙ্গমঞ্চে কেন এত টানাটানি?
হে ষোড়শী?
তোমার অবাধ্যতায় হারাবো কি তরীটি?
সে বললো- যাক তলিয়ে এ ধরা
তাতে আমার কি করা?
দারিদ্র্য গোষ্ঠীর দরিদ্রের ভয়!
মেতেছি যখন এসো
মাতিয়া হারাই সর্বালয়!