তুমি বুকের মাঝে আগুন ঢাকি
দেখাও মুখে হাসি
তোমার মন্দ ভাল সবই দিব রাখি
সব কিছুই ভালবাসি।


তুমি পারো বটে,খুব'টি করে পারো
জানো দারুণ অভিনয়
যত পারো দুঃখ দিও, আরো বেশি মারো
শুধু প্রাণটা যেন রয়।


চোখের গভীরতায় দেখি অনেক ব্যাথা জমা
তুমি হাসতে হাসতে বলো যত কথা
আমার কিছু হয়নি প্রিয়তমা
শুধু হাতটি ধরে চলো, যাবে যেথা।


মেহেদীর ঐ উপর সবুজ ভেতর হলো লাল
কেউ জানেনা ভেতরটা তার দুঃখে জমাট বাঁধা
সে তো করে রঙীন অন্যকে'যে, এটাই হলো কাল
লাল সবুজের এটাই বড় ধাঁধা।


তোমার হাসির মাঝে লুকিয়ে থাকে
এক কান্না অভিমানী
চাঁদনীকে মেঘ কতই ঢেকে রাখে
আকাশ'তো সব জানে, সব জানি।


তুমি পারো বটে খুবটি করে পারো
ঢাকো গোপন দুঃখের ঘর
আমায় একটু দিও দুঃখের ভাগ, তারও
কোনোদিন কোরো না'কো পর।।