কখনোই'তো হয়নি দেখা তোমার আমার সনে
তবুও কেন এসেছিলে মনের গহীন বনে।


সোনার থালায় সেই উপাচার, মিষ্টি হাসিমুখ
চিত্রপটে দেখেই তোমায় ভরেছিল বুক।
রঙীন শাড়ি, আলতা রাঙা হাত আর চিত্রাহরিণ চোখ
পদ্মদিঘীর পানকৌড়িটা'র নেইতো কোনো শোক।
তুমিতো আড়চোখেতে তাকিয়েছিলে বারেক ফিরে ফিরে
আমার ভাবনাগুলো মেলতো ডানা তোমায় ঘিরে-ঘিরে।
জানলেনা'তো কোনোদিনও,  জানবেনা'তো আর
কোন হৃদয়ে ছিলে তুমি, হয়ে গেলে কার।
কথার মালায় বেঁধে দিলেম আমার ভালবাসাখানি
অদেখা প্রেম অব্যক্ত থাক,  জানবেনা'তো জানি।।