কাঁদচ্ছে তারা, মরচ্ছে তারা
দেখচ্ছে নাতো কেউ,  
আজীবন তারা ঘাম ঝরাচ্ছে,
যোগাচ্ছে মোদের আহার।  
তারপরও তারা অবহেলিত
এই ধরণীর তলে।  
চাইনি তারা ধনী হতে,  
চাইনি তো কারো ক্ষতি,  
চাওয়ার তাদের নেইকো ভাষা,  
ন্যায্য কাজের দাম।  
রোদে পুড়িয়ে, বৃষ্টিতে ভিজে
ফলাচ্ছে ফসল মাঠে।    
এত কষ্ট করছে তারা
নিজেদের অবস্থান থেকে,  
পাচ্ছে না তারা ন্যায্য প্রাপ্য
লড়চ্ছে তারা আপন করে
নিজেদের সব দিয়ে।  
এরপরও তারা যাচ্ছে রয়ে  
পর্দার অন্তরালে,  
তোরাই তো ভাই শ্রেষ্ঠ সন্তান
মোদের দেশের কৃষাণ ।