ওরা সংকীর্ণ, ওরা জীর্ণ  
ওরা ছোট কুটিরে বদ্ধ।
ওরা ভীতু, ওরা মনুষ্যত্বহীন
ওদের নেইকো কোন চাওয়া।
ওরা ধোঁয়াশার চাদরে ঢাকা,
ওদের নেইকো কোন পাওয়া।
ওরা স্বার্থপর, ওরা ধোঁকাবাজ
ওর চলে শুধু নিজের জন্য।
ওরা নির্জীব, ওরা ক্লান্ত
ওরা চাই না কিছু করতে।
গাই না তারুন্যের জয় গান
নিজেদের নিয়ে ওরা ব্যস্ত।
ওরা জানে না তারুন্যের ভাষা,
বোঝে না তাদের চাওয়া।