নামাজকে জিজ্ঞাসা করে দেখো
ইসলাম থেকে  তুমি আজ  কত দূরে কত দূরে,
রোজাকে জিজ্ঞাসা করে দেখো
ঈমান থেকে  তুমি আজ  কত দূরে কত দূরে,
ঈমান এনেছো বলে দাবি করে
হাসরের দিনকে তুমি আজ  গেলেই ভুলে গেলেই ভুলে।


কুরআনকে জিজ্ঞাসা করে দেখো
সত্য থেকে তুমি আজ কত দূরে কত দূরে
ঈমানকে জিজ্ঞাসা করে দেখো
মুমিন থেকে তুমি আজ কত দূরে কত দূরে
ঈমান এনেছো বলে দাবি করে
পুলসেরাতকে তুমি আজ  গেলেই ভুলে গেলেই ভুলে।


জাকাতকে জিজ্ঞাসা করে দেখো
হালাল রিজিক থেকে তুমি আজ কত দূরে কত দূরে
কবরকে জিজ্ঞাসা করে দেখো
মৃত্যু থেকে তুমি আর কত দূরে কত দূরে
ঈমান এনেছো বলে দাবি করে
পরকালকে তুমি আজ গেলেই ভুলে গেলেই ভুলে।