লাল রং তুমি লাল হয়েছো
আমার প্রিয়ার হাসিতে,
সবুজ তুমি সবুজ হলে
আমার প্রিয়ার শাড়িতে।


কালো তুমি কালো হলে
আমার প্রিয়ার আঁখিতে,
গোলাপ তুমি সুবাস পেলে
আমার প্রিয়ার ছোঁয়াতে।


হলুদ তোমায় লাগছে ভালো
বসন্তেরী বাতাসে,
নীল রং তুমি কখন গেলে
নীলিমার ঐ আকাশে।


হাসনা হেনা কাঁদছে কেন
নিশী রাতে জোছনা কোলে,
বকুল তোমায় লাগছে ভালো
আমার প্রিয়ার খোঁপাতে।