সবুজ শ্যামলে ভরা আমার এ দেশ
সার্থক জনম মোর জন্মেছি এ দেশে,
খুশির বন্যায় যেনো যাই আমি ভেসে,
কোকিলের মিষ্টি কণ্ঠ লাগে বড় বেশ।
সকালে সোনার রবি মনে করে দেয়
ভয়ানক রক্তে মাখা সেই স্বাধীনতা,
কতো নির্মম নিষ্ঠুর সেই বর্বরতা,
তবুও এসেছে আজ মোদের বিজয়।


কত না সুন্দর তুমি ভাবি সারাক্ষণ
তোমার প্রকৃতি আর হিম হাওয়ায়
জুড়ায় আমার প্রাণ ভালো লাগে বেশ।
রাখব তোমায় ধরে দিয়ে এ জীবন
বড় বেশি ভালো বাসি এ দেশ তোমায়
তুমি মোর জন্মভূমি তুমি বাংলাদেশ।