আবারও জেগে উঠবে মানুষ অবিনাশী সংগ্রামে-
হে মিথ্যাবাদীর দল
আর কতো মিথ্যে আশায় জাগিয়ে রাখবে রাত?
মিছে স্বপ্ন দেখিয়ে নামিয়ে পথে,
বলেছিলে যোগাবে অন্নবস্ত্র শিক্ষা বাসস্থান
কথা কি রাখতে পেরেছো?
মিথ্যাবাদীর দল
হ্যাঁ তোমরাই রাতের অন্ধকারে বিক্রি করো আমাদের স্বপ্নগুলো।


কি অসাধারণ গুণাবলি সম্বলিত মানুষ তোমরা
দিনের আলোয় অট্টহাসি দেখিয়ে ভুলাও সাধারণ মুখগুলোকে
অভিনয়টাও দারুণ দেখায়
যেন বিখ্যাত অভিনেতা!


হ্যাঁ তোমাদের সঙ্গে যারা নিজেকে উজাড় করে দিয়ে নেমেছিল রাজপথে,
মিথ্যাবাদী দল সেই সময় তারা মানুষ চিনতে বড়ো বেশি ভুল করেছিলো!
এখন ভালো মানুষ সেজে মঞ্চ কাঁপাও
স্বপ্নগুলো বিক্রি করে;
যে স্বপ্নের উপর দাঁড়িয়ে প্রজন্ম থেকে প্রজন্ম পরম্পরায় প্রবাহিত নদীর মতো জীবনকে নিয়ে যাচ্ছিল একটু সুখ ছুঁয়ে দেখার অনবদ্য ইচ্ছায়।