বৃষ্টি আসুক
ভিজিয়ে দিক মন শরীর
এ মন বড় শুষ্ক
যেন মরুভূমি;
কতকাল চাষ করেনি লাঙ্গল
বৈশাখী রোদে পুড়ে যাওয়া
জমি!
এইতো ক'বছর আগে বানের
জলে ডুবে গেল ঘর হাটু জল
ঘরের মেঝে পশুপাখি মানুষ
একাকার হয়ে জেগেছে
রাতের পর রাত,
কৃষাণীর স্বপ্নের ফসল
ভাসিয়ে নিয়ে গেছে,
আশা ভঙ্গ হল কতশত
মানুষের,
তবে এখন কেন বৃষ্টি নেই?
বৃষ্টিও কি অভিমানী?
হতে পারে; অভিমানিনী।



____________
লালমনিরহাট
২৮.০৪.২০২৪