আমারই ভয় ছিল তোমাকে নিয়ে।
নিজেকে প্রশ্ন করে উত্তর পাইনি-
কতখানি ভালবাসতে আমাকে?
অথচ তুমি প্রশ্ন করার আগেই
উত্তর পেয়ে যেতে-আমার সমস্ত অস্তিত্বে মিশে আছো তুমি।
তুমি চাইলে-
জীবন বাজি রেখে এনে দিতে পারতাম একশো আটটি  নীল পদ্ম!
শাহজাহানের প্রেম চিহ্ন-
তাজমহল গড়বার আর্থিক সঙ্গতি
না থাকলেও বুকের সৌধে তোমার স্মৃতি
রয়েছে মাথা উচু
করে।
দুঃস্বপ্নের রাত যত গভীর হয়
তোমাকে নিয়ে ভাবনার অলিগলি বিস্তৃত হতে থাকে।
পূর্ণিমায় নির্লিপ্ত, ঘোলা চোখ,
দু'আঙ্গুলের সান্নিধ্যে  প্রিয় তামাকের কাঠি!
আমারই ভয় ছিল তোমাকে নিয়ে
তোমার বিশ্বাসে।