মুখ ফিরিয়ে নিয়ে চলে গেলে
যেন আমায় চিনতে পাচ্ছো না! তবে দারুণ লাগলো সব ভুলে ভালো আছো তুমি, এতো অচেনা আমি? দেখেও চিনতে পারলেনা।


সব ভুলে কি থাকা যায় নাকি সময়ের পরিবর্তনে নিজেকে বদলিয়ে ফেলতে চাইছো? জানি প্রশ্নের জন্ম হবে কিন্তু উত্তর কোথায়, এভাবে বদলে গেলে তুমি।


কবি ও কবিতার উচ্চারিত সত্যের মতো তোমার জয়গানে গেয়েছিল শ্বাশত শান্তির বাণী মন্ত্রের মতো, বলেছিল ভালোবাসো মুগ্ধতায় জড়িয়ে, তুমি বদলে গেলে পরাজিত হবে সব।