তবুও স্বপ্ন আছে
আছে একটা বিশ্বাস
জীবন জয়ের গানে সামিল ছিলাম, স্বপ্নগুলো শেষ হয়নি।
কি করে সব ভুলে গেলে
সেও আজ জানতে চাইবোনা
সব পথ আমার হবে সেও ভাবনা নেই ছিলনা কোনদিনই
তবুও স্বপ্ন আছে
আছে ভালোবাসা
অবিরাম অগ্রযাত্রা রুখে দাঁড়ায় কে?
কি অসাধারণ, কি দারুণ একটা মানুষ
যার ছোয়ায় বদলে দিয়েছো সব।
আজ কোন ভনিতা নেই, নেই কোন অভিযোগ, তবুও স্বপ্ন আছে আছে একটা বিশ্বাস।
কবিতার সম্মিলিত উচ্চারণ করতে করতে
আমি প্রেমিক পুরুষ সেজে,
অভিমান বড়ো বেশি অভিমানী হলে
লুকিয়ে মুখ খুঁজে পাওয়া অনবদ্য চেষ্টা
এখনো আছে
তুমি অভিমান ভুলে এসো এই ছায়া ঘেরা শহরে-
অপেক্ষা তোমার জন কবি ও কবিতা।
তবুও স্বপ্ন আছে আছে একটা বিশ্বাস
যার মাঝে অবিস্মরণীয় স্মৃতি হয়ে আছে
ভালোবাসা
যা হয়তো শিখেছি।
যে রাতে স্বপ্ন দেখেছিলাম
সেই রাতে স্বপ্ন হয়ে এসেছিলে তুমিই।
তবুও স্বপ্ন আছে আছে একটা বিশ্বাস
যার উপর দাঁড়িয়ে আছে ভালোবাসা যা শিখিয়ে ছিলে
একটা স্বপ্ন বুকে নিয়ে অপেক্ষায় আছে কবি ও কবিতা।