আজ তোমাকে অন্যরকম ভাবে আবিষ্কার করলাম মহারাণী!
আলিঙ্গনে তোমাকেই আলিঙ্গন করি নানারকম রঙে
বসন্ত নেই, অথচ মনের বসন্ত পেয়ে বসেছে মনে।
প্রগাঢ়ভাবে যখন জড়িয়ে ধরি শিহরণ জাগে
শরীরের প্রতিটি শিরায়।


কতনা রঙ মেখে এসেছ তুমি মহারাণী!
আজ আর কোন অজুহাত মানবেনা মন
শিল্পের শুদ্ধতায় এঁকে দেবে তোমার শরীরে লাল রক্ত সিঁদুর
রক্তাত্ব তিলক আজ হবে আরো লাল
সুন্দর করে আঁকবে মনের মাধুরী আলপনায়।


মহারাণী
বড়ো বেশি আপন করেই
জয় করি
তোমার সমস্ত স্মৃতিরা
আমায় কাঁদায় না আন্দোলিত করে
শেষ রাতের সাহসী স্বপ্নের মতো করে যুদ্ধবাজ হতে
কখনো কখনো হয়ে উঠি যুদ্ধবাজ।


তোমাকেই বড় বেশি ভালোবেসে পরাজিত হলে ক্ষতি নেই;
তুমি অসাধারণ অদ্বিতীয়
যে অসীমের কাছে অনুভবের দ্বার খুলে দেবে অপরূপ তোমার
আমি মুগ্ধ হয়ে আজ না হয় তোমাকেই আবিষ্কার করবো হৃদয়ের পূর্নতায়।।