আজ অনেকদিন পর তোমার সাথে দেখা!


জীবন থেকে চলে গেলো কতগুলো দিন, কতগুলো বসন্ত!


যখন প্রথম দেখায়, তুমি আমায় স্বপ্ন দেখিয়েছিলে ভালোবাসার, দিনবদলের গানে এনেছিলে শুভ বসন্ত শুভদিনের।


যেদিন প্রথম দেখেছিলাম ভালোলাগায়;
সেটাই ছিল আমাদের ভালোবাসার দুজনের হৃদয়কে আবিষ্কারের মনে আছে সেই দিনগুলো কথা?
নাকি সব ভুলে তুমি আছ আগের মতো?
সব ভুলে থাকা যায় কি?


আমিতো পারিনি ভুলে যেতে! 
এখনো পূর্ণিমা চাঁদে তোমার মুখশ্রী ভেসে ওঠে, 
এখনো সমুদ্র স্নানে তোমাকেই উপলব্ধি করি, নিদারুণ আনন্দে।


এখনো মাধবকুণ্ড ঝর্ণার জলে প্রশান্তি খুঁজি;
এখনো রাতজাগা প্রেমিক বেশে ঘুরে বেড়াই অনন্ত পথ যে পথে তোমারও থাকবার কথা ছিলো!


অনন্ত পথে আমিও একা নই তুমিও আছো-
বিশ্বাসে
রাগে অনুরাগে,
বিহর লাগা বাতাসে।


আজ অনেকদিন পর তোমার সাথে দেখা! 
কিন্তু জীবন থেকে চলে গেছে আঠারোটি বছর।
যেদিন তোমার সাথে প্রথম দেখা হয়েছিলো, ছুঁয়ে গিয়েছিলাম তোমারই উদ্দেশ্যে।


ঠিক তখন আমার প্রিয়তম পিতা মৃত্যুসজ্জায় তিনি আর আমাদের পাশে নেই! চলে গেছে পরপারে না ফেরার দেশে।


তোমার জীবন বসন্ত শুরু হলে,
আমি জানি তুমি অনেক ভালো আছো; 
বসন্ত বাতাস তোমায় সুখময় স্পর্শে রেখেছে, 
হয়তো জীবনকে জয় করেছো পরম আনন্দে।


আজ আমি তোমার কাছে কিছুই চাইবোনা,
চাইতে আসিনি কিছু,
তুমি ভালো থেকো
তাই আজ আমি নতুন করে প্রার্থনা সাজাই।
তুমি ভালো থেকো পূর্ণ্যার্থী হয়ে।


আজ অনেকদিন পর তোমার সাথে দেখা।।



......................
ধরলা নদীর পাড়ে
লালমনিরহাট
২৫.০৫.২০২০