আকাশ ছুঁয়ে দেখার অনবদ্য
ইচ্ছা যদিও নেই
তোমাকে ছুঁয়ে দেখতে সে ব্যকুলতা উপলব্ধি করি বারংবার
হে দেবী হে নীলাঞ্জনা।
যদি প্রশান্তি আসে মনে শরীরের জুড়ে
কামনা রক্তের প্রগাঢ়তা খুঁজে ক্লান্ত প্রেমিক বেশে মিছে ছলনা।
স্বপ্নের পথে মিথ্যা আশায় বুক ভরে গাঢ় নিঃস্বাস
প্রশান্তি প্রশান্তি খেলা
অমাবস্যার অন্ধকারে প্লাবিত জ্যোৎস্না
খুঁজে দেখার মতো পাগলামি ছাড়া কিছু আছে কি?
আকাশ ছুয়ে দেখার অনবদ্য ইচ্ছা যদিও নেই
নেই নীল আকাশে শেষ বিকেলের
সূর্য এনে লাল টিপ কপালে পড়িয়ে দেবার মিছে চেষ্টা।
যদিও মাঝে মাঝে মনে হয় তুমিই আমার শেষ বিকেলের সূর্য;
সব চাইতে নেই
সব কিছু ভুলতে নেই
তুমি বলেছিলে?
সব ভুলে গেলে হে অভিমানী হে দেবী?
তোমাকে জয় করতে চেয়ে
পরাজিত হয় মানুষ প্রেমিক বেশে অবিনাশী কবিতা।