এবার দাঁড়াও
একটু থামো, আর কতদূরে যেতে চাও
দাঁড়াও ফিরে দেখো
কোথা থেকে এলে
এসেছো কোথা থেকে, কি উদ্দেশ্য তোমার?


যে পথে হেঁটে এলে তুমি
সেটা কি সত্যের কিংবা সুন্দর?
সংগ্রাম সত্যি ভেবে তুমি যে হেঁটেছো পথ
অবিনাশী রাত ভালোবেসে
এগিয়ে এসেছিলে যে পথে সেই পথ কি সুন্দর?  পরিচ্ছন্ন?
মিথ্যে হয়ে যায় যদি স্বপ্নমাখা পথ
তাহলে তুমি কোন পথ ধরে হেটে এলে হে বিপ্লবী।


তোমার কোন উদ্দেশ্য নেই
নেই আদর্শ
বিবেগ বঞ্চিত মানুষ তুমি
মিথ্যা তোমার মুখের বুলি;
মুখোশ খুলে গেলো
কখনো ডান আবার কখনো বাম
আর এখন তুমি ধর্মান্ধ।


এতো দিন তুমি যা দেখিয়েছিলে এবং বলেছিলে
সেটা ছিল নিশ্চয়ই অন্ধকারময়,
মিথ্যাবাদীর দল
ভণ্ড তোমরা
আমাদের বঞ্চিত করছো পদেপদে,
মুখোশ পড়ে আর যাই হউক না কেন মানুষ তোমাদের চিনে ফেলছে।


তোমাদের দিয়ে কি হবে বুঝে ফেলেছে মানুষ, বোকা ভেবেছো আমাদের, আমরা আলো আনবোই ঘুচিয়ে দিতে অন্ধকার,
আলো আসছে, আসছে সেই আলো
সব অন্ধকার দূর করে করতে আলোকময়।