স্বপ্ন আছে বলেই
স্বপ্ন দেখে মন,
আর স্বপ্ন নিজেকে দেখতে
হয়,
এখানে স্বপ্নবান স্বপ্নরা,
মুক্তি আনন্দে আসবে শুভদিন
আসুক স্বপ্নবাজ মানুষ।


আলো আর আঁধারের
খেলায়
শক্ত হতে রোদে পুড়াতে হয় শরীর,
আঁধারে যারা লুকিরে থাকতে চায়
আলো তাদের বিতাড়িত
করবেই।


চাঁদের জ্যোৎস্নায় ভিজে
দেখেছো কখনো
অবগাহন করে দেখো
প্রশান্তি তোমায় ছুঁয়ে দেবেই,
পরাজিত হবে বলে যদি
যুদ্ধেই না নামো তবে জয়ী
হবে কেমন করে।