আঁধার কেটে গেছে
একটু বাইরে এসে দেখো
তুমি ভয় কেন পাও প্রিয়তমা
সূর্য উঠেছে
আলো নিয়ে
এসো বাইরে এসো
দেখো আলোয় আলোয় ভরে গেছে চারদিক।
ভয় পেয়েছ! ভয় কেন পাও
একটু এসো বাইরে এসো
দেখো চারদিক নতুন আলোয় ভরে উঠেছে...
আমাদের বুকের ভেতর যে কৃষ্ণপক্ষ বসিয়ে দিয়েছিল সেও নেই ভয়ে পালিয়ে গেছে লোকালয় থেকে।
এসো বাইরে এসো দেখো
আলোয় আলোয় ভরে গেছে চারদিক
এখন আর অন্ধকার নেই।



_______
সম্পাদনা
১৮.০৩.২০২২