কবিগুরু
আমি চোখ বন্ধ করলেই
চোখের সামনে ভেসে উঠো তুমি।


আমার রক্তে প্রবাহিত হয় তোমার অস্তিত্ব,
চোখ বন্ধ করলেই দেখতে পাই
বাঙালির হাজার বছরের ইতিহাস-
শিল্প -সাহিত্য আর গানে,সাম্যের পথ চলা-
সব কিছুর পূর্নতায় তুমি!


ধর্মের নামে অধর্ম  কিংবা সাম্রাজ্যবাদ
আমাদের সমাজ -সংসার আর দেশকে করছিল ক্ষতবিক্ষত
তুমি এলে , ভেঙ্গে দিতে
আলো হয়ে এই বঙ্গে,
আলোময় তোমার আলোয়-
ঘুচাতে সব অন্ধকার।


বাঙালির শুধু নয়, নয় ভারতবর্ষ
দেশে থেকে দেশান্তরে, পৃথিবীময়
পূর্ব থেকে পশ্চিম
উত্তর থেকে দক্ষিণ
তোমার পদচারণায়  মুখরিত
প্রেম-প্রীতি আর ভালবাসায়,
তোমার মহার সৃষ্টিতে মানবপ্রেম
আমাদের সব কিছুই যে ভাবে প্রবাহিত নদীর মতো,
তুমি যেন বয়ে চলা নদী
আমাদের জীবনে প্রবাহিত জীবন তুমি।।