নদীর মতো চলমান জীবনে
কতটা বদলে গেলে তুমি তা
আমি জানতে চাইবোনা
কোনদিন, বদলে গেছো
যাওনা বদলে ভাল আছো
তাতে নিশ্চয়ই! আমি চাই
তুমি সারাজীবন ভাল থাক
অবিনাশী সুখ তোমায় ছুঁয়ে
যাক তুমি ভাল থেকো।


নদী ও মানুষের জীবন ঠিক
একরকম, নদী যেমন ছুটে
যায় লক্ষ তার সমুদ্রের
মোহনায় ঠিক মানুষও খুঁজে
প্রিয় মানুষকে তুমি কি বদলে
গেছো সুখ খুঁজে পেতে?
বদলে গিয়ে কি সুখী হওয়া
যায়, জানি প্রতিমুহূর্তে
প্রশ্নের জন্ম হবে কিন্তু উত্তর
কোথায়।


নদীর মতো চলমান তুমি
আর আমি কখন যে ছুটে
গিয়েছিলাম কখন যে
মোহনায় মিলি আর তুমিতো
বলেছিলে আমাদের মোহনার
নাম যে ভালবাসা, তবুও
কেন বদলে গেলে কেইনবা
দূরে থেকে  তৈরি করলে
দূরত্বের দেয়াল? বদলে কি
সুখ ছুঁয়ে দেখা যায়।