তোমার শহরে এই অনিন্দ্য আয়োজন জানি সে আয়োজন আমার জন্য নয়, এটা বুঝতে আর বাকী রইলোনা যা আগে দেখিয়েছিলে সে ছিল মিথ্যে যদিও কোন আশা নিয়ে আসিনি এই শহরে।


তুমি কেমন করে নিজেকে নিয়ে
এভাবে মিছে ভাবছো?
তবুও কেন অভিযোগ গুলো আমার দিকে চাপিয়ে দিয়ে ভালো থাকতে চেয়েছো! ভালো আছো ভেবে ভালোলাগে, তুমি ভালো আছো।


আলো আঁধারের এই খেলায় নিজেকে জয়ী ভাবতে চাইনি কখনো রঙ মেখে সঙ সেজে আর যাই হোক না কেন জয়ী কি হওয়া যায়? অন্ধকারে লুকিয়ে থেকে আলোর সন্ধ্যান করা কিন্তু বোকামি ছাড়া কি হতে পারে।