চমকে গিয়েছো বুঝি
চেয়ে দেখো আকাশ রাতের তারা যদিও এখন তারারা আকাশে নেই, আলোহীন জ্যোৎস্না দেখে যদিও লাভ নেই জানি কিন্তু আমার জ্যোৎস্না যে তুমি;
আমিতো তোমার জ্যোৎস্নাময় আলো তোমার মুখে দেখি।


অনামিসায় চাঁদ ঢেকে দেয় লুকায়িত থাকে বুকের গভীরে প্রেম, অনিন্দ্যসুন্দরে জেগে উঠে ভালোবাসা, গভীরতা উপলব্ধি করে দেখো তাতে মিটে যাবে পিপাসা
ভালোবাসা চাঁদে মুড়িয়ে থাকো, যখন আমার জ্যোৎস্না তুমি।