অরিন্দম
অনেক কিছু বলতে চাই তোমাকে কিন্তু বলতে যে পারি না, আমার উপর তোমার অনেক রাগ তাইনা কি করবো বলো সত্যি সত্যি হাতপা বাধা মন চাইলেও মুখ ফুটে বলতে পারিনা, সব চাওয়া কেন পূরণ হয়না কেন নিজের মুখে বলতে পারি না ভালবাসি তোমায়।


অরিন্দম
ভালবাসি তোমায় কিন্তু আমার মনই জানে কত ভালবাসি, জীবন কেন এমন হয় বলতে পারো? কেন নিজের চাওয়াগুলো পেতে পারি না! একটা সময় খুব দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল জীবন এবং চললাম দিন ঠিক সেই সময়ে তুমি এসেছিলে পাশে বলেছিলে আমাকে: নীলাঞ্জনা আমি যে সত্যি তোমাকে।


অরিন্দম
স্বপ্ন সুখের দিনে তোমাকে পেলে হয়তো ধন্য হত এই জীবন কিন্তু বিধিবাম ভাগ্য কেন বিতাড়িত করছে আমায়? এই প্রশ্নের উত্তর জানা নেই! আমাকে কেন বারবার প্রত্যাহত হতে হয় কেনইবা চাপা দিয়ে রাখতে হবে ভালবাসা, তুমি কি আমায় ক্ষমা করবে ক্ষমা করো ভুলে যাও।


অরিন্দম
আমার কিছু চাইনা আমাকে ভুলে গেলে নিশ্চয়ই ভাল থাকবে তুমি তোমার সব ভাল হবে, আমাকে ভেবে মিছে কেন কষ্ট পাও কেন ভুলতে পারোনা কখনো কি বলেছি ভালবাসি তোমায় তাহলে কেন পরে আছো মিথ্যে আশায়? আমার কোন চাওয়া নেই আমার কোন ভালবাসা নেই, ভুলে যাও সুখী হবে।