আমার শত কষ্টের মাঝে যখন তোমার মুখটা দেখি তখন আর কষ্ট বলে কিছুই থাকেনা, অনিন্দ্যসুন্দর তুমি আমি পরাজিত তোমার সৌন্দর্যে ভালোলাগা এসে ভর করে হৃদয়ে আমি হই আনন্দিত।


সুন্দর তুমি তুমিই অনিন্দ্যসুন্দরী হাসিমাখা চাঁদমুখ কি ভালোলাগা ভরে থাকে, যদি কবি হতাম লিখতাম কতশত কবিতা; মনের মাধুরী মিশিয়ে গাইতাম গান তোমারই জয়গানে।


তোমাকে যতই দেখি ততই মুগ্ধ হই কষ্টরা দূরে চলে
আসে স্বপ্ন শেষ রাতের সাহসী স্বপ্নের মতো
স্বপ্ন এবং বাস্তবতা মাঝে স্বপ্ন আসে তোমাকে ঘিরে।