অভিমানী তুমি অপরূপাও তুমি নীলাঞ্জনা, রাগ করেছো আমার উপর কি এমন অপরাধ করেছি! কি এমন অপরাধ যার জন্য রেগে আছো তুমি,
তুমি রেগে গেলে যদিও চমৎকার দেখতে লাগে তোমায় আমি হই মোহিত, এভাবে রেগে থেকোনা এবার একটু হাসো।


নীলাঞ্জনা তুমিতো অভিমানিনী অভিমান তুমি করতেই পারো করতে পারো রাগোও তবে তুমি বেশিক্ষণ রেগে থাকলে অসুস্থ হয়ে যাবে লক্ষ্মীটি রাগ করোনা; অভিমান অনুরাগ যেখানে থাকে সেখানে ভালবাসাও বেশি থাকে।


অনিন্দ্যসুন্দরে তুমিতো নীলাঞ্জনা আমার স্বপ্নময় রাতের সাহসী স্বপ্ন, যে স্বপ্ন তুমিই আমায় দেখতে শিখিয়েছো, আমিতো স্বপ্নবাজ তোমার দেয়া স্বপ্নগুলো প্রতিমুহূর্ত সাজাই না না রঙে, নীলাঞ্জনা এবার একটু হাসো একটু ফিরে চাও আমি যে তোমারই প্রতিক্ষায়।