নীলাঞ্জনা
এভাবে বলো তোমাকে ভুলে যেতে! ভুলতে চাইলেই কি ভুলে থাকা যায়? ভালোবাসা অবিনাশী পাওয়া যার শেষ বলে কিছু নেই, যদি আসো কোনদিন দেখবে কত কষ্ট লুকিয়ে রেখে শুধু তোমারই অপেক্ষায় থেকেছি; অনন্ত পথে এখানে আমি একা শুধুই অপেক্ষা তোমারই।


নীলাঞ্জনা
অপেক্ষা স্বপ্ন দেখায় আমিও সেই স্বপ্নের সাথে মিলিয়ে দেই শেষরাতের সাহসী স্বপ্ন যে স্বপ্নের সারথি হতে তুমিই স্বপ্ন দেখা শিখিয়ে ছিলে, যদি বলো ভুলে যেতে সেও যে অসম্ভব
ভুলে যেতে চাইলেও ভুলা যায়না।


নীলাঞ্জনা
কালো অন্ধকার যদিও ঘিরে আছে চারপাশ
মুখরিত উল্লাসে কৃষ্ণপক্ষ, এ যেন অন্ধকারই জয়ী হতে চায়, সবাই কি মিলিয়ে যাবে এই অন্ধকারে?
জয়ী হবে না সৃজন!
সবাই কি মুখ লুকিয়ে থাকবে।