আজকাল অন্ধকারই আমার ভালো লাগে! একা অন্ধকার এখানে কেই থাকেনা শুধু একা, অন্ধকারই বেশ প্রিয় হয়ে উঠেছে, এখানে আমি একা আর আমার প্রিয় অন্ধকার।


যে অন্ধকার ঘিরে থাকে সমস্ত দিক তবে এই অন্ধকার যেন সমাজটাকে আবার গিলে না খায় সেই চিন্তাও মনে জেগে উঠে, এখন আলোর অভাব প্রকৃত আলো নেই কোথাও।


যদিও সব অন্ধকারই খারাপ সেটি বলছিনা; আমার যে অন্ধকারই ভালো লাগে তাইতো অন্ধকারে আছি, আমি আর অন্ধকার এই নিয়ে বেশ আছি।