চোখ যদি বন্ধ করেই সবকিছু দেখতে চান তবে দেখতে পারবেন কি করে? একধরণের অন্ধত্ব মেনে নিয়েছেন! নিজেরা অন্ধ হয়ে গোটা সমাজটাকেই করছেন অন্ধ! মানুষকে বড়ো বেশি বোকা ভাবছেন তাইনা? মধ্যেরাতে যে স্বপ্ন চুরি করে করছেন প্রতিনিয়ত তাকে আপনারা কি বলেন।
স্বপ্ন চুরি হলে পরাজিত হয় মানুষ আলোর বদলে নেমে আসে অন্ধকার এটা যদি ভেবে থাকেন তাহলে ভুল করছেন; সব স্বপ্ন কি চুরি করা যায়? আর আলো তাকে কি ঢেকে রাখা যায়? আপনারা অন্ধত্ব মেনে নিয়েছেন তাই আলোর গুরুত্ব বুঝবেন না।
আলো আধারের খেলায় মানুষ জয়ি হয় সংগ্রামে সাহসে আর যুদ্ধে, জয়ি তাদের হতেই হবে, স্বপ্ন এবং বাস্তবতায় আসে দিন রাত সংগ্রাম যে সবসময় জয়ি অন্যায়ের বিরুদ্ধে, আর অন্ধকার দূর করে আলো নিয়ে আসবার এই সংগ্রামে- জেগে উঠে মানুষ তার চিরাইত সত্যেকে ধারণ করে।
মানুষ জেগে উঠে অবিরাম জীবন জয়ের গানে বিজয়ী হয় সংগ্রামে বেড়িয়ে পরে যুদ্ধে জয়ি যে হতেই হবে, আপনারা যতোই অন্ধ হয়ে থাকুন না কেন, আলো যে আসবে ঘুচাতে সব অন্ধকার; অবিরাম সংগ্রামে।