জীবন বড়ই বিচিত্র এখানে থাকে পরাজয় আবার কখনো কখনো জয় আসে পরম সুখে
তবুও ছুটে যায় মানুষ চলমান নদীর মত।
চলমান নদী আর জীবন ঠিক যেন একই রকম থেমে থেমে এগোয় তার কাঙ্ক্ষিত লক্ষ্যে জীবন থেকে জীবনে!
সুখের তারনা তোমাকে যেমন পেয়ে বসেছি, সেদিন তুমিও জয়ি হতে চেয়ে ছুটে গিয়েছ নদীর কাছে জীবন উপভোগে একান্ত আপন করে পেতে তোমার চাওয়া পাওয়াকে।
কবি জীবনকে জয় করে তোমার স্বাধীনতাকে মেনে নিয়ে আজ সব ভুলে সেও জয় করে সত্যকে জীবননদীকে!