রাতের পূর্ণিমা হয়ে শুধুই যদি ফিরে আসবে
তবে অমাবস্যাতিথিতে কবির গভীর উপলব্ধি কবিতায় খুঁজে পাবে বলে মনে হয়না;
কবিরও মন আছে প্রগাঢ়ভাবে উপভোগে অনাবিল বিশ্বাসের মধ্যে রাতে অপেক্ষায় থাকা প্রেমিক হয়ে
কবিতাকে জয় করবার।
মানুষ স্বপ্ন দেখে স্বপ্নময় দিনে জয় করে পরম চাওয়া এবং পাওয়াকে নিয়ে স্বপ্ন এসে দেখা দেয় আপন রূপে এ যেন জীবন পূর্ণিমা!
আলোকমণ্ডল চারদিক আলোকিত সমাজসংসার।


অসমাপ্ত