নীলাঞ্জনা
চমকে দিয়েছো হ্যাঁ আমার কষ্ট তোমাকে স্পর্শ করেনা ভালোই বলেছো এটা শুনে আমিও খুব আনন্দিত হয়েছি; কষ্টগুলো আমারই সে না হয় আমারই থাক তবে তুমিতো ভালো আছো এটাই ভেবে আমি একটু না হয় আনন্দই করি।


নীলাঞ্জনা
অনুভূতির মৃত্যু হলে মানুষ আর মানুষ থাকেনা অনুভূতিই যে মনুষ্যত্ব যা সে আজীবন লালন করে, সেটি আর হয়তো আমার নেই বলতে পারো মৃত আমি অনুভূতিহীন; আমার কষ্টগুলো আমারই থাক স্পর্শ কেনইবা তোমাকে করবে।


নীলাঞ্জনা
কষ্টগুলো আমি যত্ন করে রেখে দিবো মনের ভেতর একদম লুকিয়ে রাখবো আর তোমাকে স্পর্শ করবার ভয় নেই! তুমি তোমাকে নিয়েই থাকো যেখানে তোমার জয় আসবে তোমাকেই বড় ভালোবাসে।