এক.
তবুও একা এখানে কেউ নেই শুধুই আমি একা, যার আসবার কথা ছিল সেও আসেনি! আমি একা এখানে কেউ নেই।


দুই.
তুমি আসবে বলে অপেক্ষায় থাকি অপেক্ষা আমায় স্বপ্ন দেখায় আমি পূর্ণিমা দেখি সমস্ত আলো তোমাকে বিলিয়ে দেই তুমি ভালো থেকো পূর্ণ্যার্থী হয়ে।


তিন.
মাঝেমাঝে তোমার স্পর্শ অনুভব করি যদিও দূরে থাক তুমি তবুও কাছে আমার সীমানায় এই ভেবে অপেক্ষারা স্বপ্ন দেখায় আমি না হয় অপেক্ষায় থাকি।